পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় রুবেল মোল্লা (২৮) নামে এক বোরাকের চালক নিহত হয়েছে। সে উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের মজনু মোল্লার ছেলে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে জারদিসমোড়-ধানকুনিয়া সড়কের নটাবাড়িয়া বাজারের হোসেন মেম্বরের মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পেশায় সে বোরাকচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, নিজ বোরোকে একজন যাত্রী নিয়ে চাটমোহর থেকে বাড়ি ফিরছিল রুবেল। পথে তার বাড়ির অদুরে নটাবাড়িয়া ব্রীজে ওঠার সময় বোরাকটি উল্টে পড়ে যায়। এতে বোরাকের নিচে চাপা পড়ে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয় চালক রুবেল। তাকে উদ্ধার করে দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা জানান, নিজের বোরাক উল্টে তার মৃত্যু হয়েছে।