পাবনার চাটমোহরের বোয়ালমারী বিলে মাছ ধরতে গিয়ে আবু বক্কার নামক(৫২) এক জনের মৃত্যু হয়েছে। সে আটঘরিয়া উপজেলার শ্রীকান্তপুর গ্রামের মৃত সইমুদ্দিন প্রামানিকের ছেলে। ঘটনাটি ঘটেছে চাটমোহর উপজেলার বোয়ালমারী বিলে।
বৃহষ্পতিবার(১৪ ডিসেম্বর) রাতে শ্রীকান্তপুর গ্রাম থেকে দলবদ্ধ হয়ে বোয়ালমারী বিলে মাছধরতে যায় আবু বক্কার।
ঘটনার দির দুপুরে ঠান্ডজনিত কারনে হঠাৎ করে ঠান্ডায় মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিক তার সহযোগিনা দ্রুত বোয়ালমারী বিল থেকে চাটমোহর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
তিনি ২ ছেলে ও স্ত্রী রেখে গেছেন। এদিন সন্ধ্যায় বাদ এশা শ্যীকান্তপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।