বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন

ই-পেপার

বিদেশি মদসহ যুব মহিলালীগ নেত্রীর ছেলেসহ তিনজন গ্রেফতার

চলনবিলের আলো নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ণ

নাটোরে বড়াইগ্রামে বিদেশী মদসহ সিরাজগঞ্জ জেলা যুব মহিলা লীগের সহসভাপতি মনোয়ারা খাতুন শিল্পীর ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. শফিউল আজম খান নিশ্চিত করে জানান, সোমবার দিবাগত রাতে একটি প্রাইভেটকার যোগে বিদেশী মদ নিয়ে যাওয়ার সময় তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকালে মাদক ব্যবসায়ীদের নাটোর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পৌর সদরের প্রফেসর পাড়ার ইয়াকুব আলী মাস্টার ও সিরাজগঞ্জ জেলা যুব মহিলা লীগের সহসভাপতি মনোয়ারা খাতুন শিল্পী দম্পতির ছেলে শেখ সাদী স্বরণ (২৮), তাড়াশ পৌর সদরের আফসার আলীর ছেলে আসলাম হোসেন (২৪) ও মোসলেম উদ্দিনের ছেলে রহমত আলী (২৪)।

বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এস.আই) খলিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম থানার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রয়নাভরট নামক এলাকায় একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে তিনজনকে বিদেশি মদ সহ গ্রেফতার করা হয়। পরে রাতে তাদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর