সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদরে অবস্থিত জাফর আলী একাডেমির উদ্যোগে “মাওঃ ফজলুর রহমান স্মৃতি” বৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে জাফর আলী একাডেমির হল রুমে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।৩২ টি বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১৮৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করে।বিকেলে অতিথিবৃন্দ ফলাফল ঘোষণা করেন।১ম থেকে ১০ম স্থান পর্যন্ত অধিকারীদের মধ্যে পুরস্কার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়।১ম স্থান অর্জন করে সিরাজগঞ্জ পারফেক্ট কেয়ার স্কুলের ইউশা উমার মাহবুব,২য় হাটিকুমরুলের ক্রিয়েটিভ মডেল স্কুলের আতিয়া ইসলাম ও ৩য় সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিরাসূল জান্নাত প্রত্যাশা।সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ছানোয়ার হোসেন, জাফর আলী একাডেমির প্রধান শিক্ষক তৌহিদুর রহমান,অত্র একাডেমির শিক্ষকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।