সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদ এর মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(২০নভেম্বর) সকালে চৌহালী উপজেলা পরিষদ এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সরকার এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান এর পরিচালনায় উপজেলা পরিষদ এর মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, সমাজসেবা অফিসার মোঃ মামুনুর রহমান, শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ হেকমত আলী, পল্লী উন্নয়ন অফিসার সেলিম হোসেন, একেএম ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ এমএ আরিফ সরকার, নাগরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম জামিলুর রহমান, মেডিকেল অফিসার মোঃ, পরিসংখ্যান মো, সোহেল রানা, খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল প্রমুখ।