সিরাজগঞ্জের তাড়াশের চৌবাড়িয়া গ্রামে অবস্থিত শ্রী শ্রী মহেশ্বর মহাশ্মশানে যাতায়াতের জন্য ৩০ লাখ টাকা ব্যায়ে উড়াল সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন।
মহাশশ্বান পরিচালনা কমিটির সভাপতি অশ্বিনী সরকারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. হোসেন মনসুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সনাতন সংস্থার সভাপতি সঞ্জিত কর্মকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত ঘোষ, বারুহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহকারী অধ্যপক আতিকুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, তালম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাস উজ জামান,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ প্রমুখ।