সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিবন্দ্বীর ভ্রাম্যমাণ দোকান চালু করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে ৮ নং সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদারের সহযোগীতায় লারনার্স অর্গানাইজেশন সংগঠন প্রতিবন্দ্বীদের সমাজে সাবলম্বী করতে ইউনিয়ন পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ মনোহরী দোকান চালু করেন। এ সময় উপস্থিত ছিলেন, লারনার্স অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক জাহানারা বেগম বিজলী। বিজলী বলেন, প্রতিবন্দ্বীরা সমাজের বোঝা নয়। এদের সমাজে সুপ্রতিষ্ঠিত করতে ২০০৭ সাল থেকে সংগঠনটি কাজ করে যাচ্ছে। প্রতিবন্দ্বীদের অন্যান্য সহযোগীতার পাশাপাশি আগামীতে লারনার্স অটিজম স্কুল খোলারও সিদ্ধান্ত নিয়েছে। তাই ভ্রাম্যমান দোকানের মাধ্যমে যেন লারনার্স অর্গানাইজেশ এর উৎপাদিত পণ্য বিক্রি শুরু হয়।