শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

ই-পেপার

প্রকাশ্যে সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা, খুজে পাচ্ছে না পুলিশ

চলনবিলের আলো নিজস্ব প্রতিবেদক:
আপডেট সময়: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ১১:৩৭ অপরাহ্ণ

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রিগেন তালুকদার ১৮ মাসের সাজাপ্রাপ্ত আসামী। তাকে গ্রেপ্তারে আদালত পরোয়ানা জারী করেছেন। এ অবস্থায় সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যোগ দিচ্ছেন দলের বিভিন্ন কর্মসূচিতে। অথচ পুলিশ তাকে খুজে পাচ্ছে না।

জানা যায়, সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ির বাসিন্দা রিগেন তালুকদার ব্যক্তি জীবনে ৩টি বিয়ে করেছেন। ৩য় স্ত্রী ঝরনা খাতুনের সাথে ছাড়াছাড়ি হলে সে আদালতে যৌতুক ও নারী নির্যাতন আইনে মামলা করেন। ওই মামলায় রিগেনের ১৮ মাসের কারাদন্ড এবং অর্থদন্ড দিয়েছেন আদালত। এ অবস্থায় রিগেনকে গ্রেপ্তারে আদালত পরোয়ানা জারী করেছে। কোর্ট পুলিশ ৬ আগষ্ট ২৩২৩ নম্বর স্বারকে আদালতের ওই আদশ সদর থানায় পাঠিয়েছে। অথচ ৪ মাস অতিবাহিত হলেও সাজাপ্রাপ্ত রিগেনকে গ্রেপ্তার করেনি সদর থানা পুলিশ। ভুক্তভোগী পরিবারের দাবী সাজাপ্রাপ্ত রিগেন তালুকদার সয়দবাদ ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নবীদুল ইসলামের ক্যাডার। সে প্রভাব ঘাটিয়ে পুলিশকে ম্যানেজ করায় প্র্রকাশ্যে ঘুরে বেড়ালেও রিগেন গ্রেপ্তার হচ্ছে না।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে সদর থানায় কর্মরত এক পরিদর্শক বলেন, সাজাপ্রাপ্ত রিগেন এলাকায় প্রকাশ্যে দলের সভা-সমাবেশ করছে। সম্প্রতি এলাকায় সে কয়েকজনকে মারধর করেছে বলেও শুনেছি। কিন্তু তারঁ প্রভাবেব কারনে এসব ঘটনায় কেউ মামলা করার সাহস পায়নি। দলের পক্ষ থেকে জোর তদবির থাকায় আমরা সাজাপ্রাপ্ত রিগেনকে গ্রেপ্তার করতে পারছি না।

এ বিষয়ে সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, শুনেছি সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত রিগেন তালুকদার এলাকাতেই আছে। দ্রুতই সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর