বিএনপি-জামায়াতের ডাকা টানা ৩ দিনের অবরোধ আজ বৃহ:বার শেষ হয়েছে। জনগনের যাতায়াতে ভোগান্তি কমাতে নিষিদ্ধ ঘোষিত ভ্যান-রিক্সা,সিএনজি,থ্রি হুইলারের দখলে ছিল মহাসড়ক।মাঠে ছিল না বিএনপি-জামায়াত। অবরোধ সমর্থনে জামায়াত-বিএনপির কোন নেতাকর্মীদের মিছিল/ পিকেটিং করতে রাস্তায় দেখা যায়নি।টানা ৩ দিনে ব্যাংক-বীমা, অফিস,শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছিল স্বাভাবিক ভাবেই খোলা।অবরোধ ছিল খুবই ঢিলেঢালা।কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।মহাসড়কের বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্টে পুলিশের টহল জোরদার ছিল।উত্তরবঙ্গের প্রবেশ পথ সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোলচত্বর দিয়ে অবরোধের প্রথম দুইদিন দৃরপাল্লার কোন যাত্রীবাহী কোচ বা আন্ত: জেলার বাস চলাচল তেমন করতে দেখা যায়নি।পণ্যবাহী ট্রাক,কার্গো বা প্রাইভেট কার ২-৪ টা ছাড়া অন্য কোন যানবাহন চলাচল করে নি।তবে আজ দুপুর হতে আন্ত: জেলার বাস ও দুরপাল্লার কিছু কোচ চলতে দেখা গেছে।জনগণের যাতায়াতে ভোগান্তি কমাতে মহাসড়কে ভ্যান-রিক্সা,সিএনজি,থ্রি হুইলার পর্যাপ্ত ছিল।দ্বিগুণ ভাড়া গুনতে হয়েছে অভিযোগ যাত্রীদের।অবরোধে মানুষের জীবন যাত্রা ছিল স্বাভাবিক।বিএনপির ডাকা অবরোধ পন্ড করতে আজ সকালে সলঙ্গা বাজারে বিক্ষোভ মিছিল করেছে থানা ছাত্রলীগ। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জনগণকে নিরাপত্তা দিতে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম.এ ওয়াদুদ এবং সলঙ্গা থানার ওসি এনামুল হকের নেতৃত্বে হাটিকুমরুল রোড গোলচত্বর সহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে ছিল পুলিশ।