চাটমোহর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠণ। বিএনপি-জামায়াতের নৈরাজ্যে ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে। রোববার (২৯ অক্টোবর) সকালে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মির্জা, উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, আওয়ামী লীগ নেতা শাহ আলম প্রাং, এস এম ওয়াহেদ আলী, আঃ ছালাম, ইউপি চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি, ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, পাবনা জেলা পরিষদ সদস্য মোঃ সাইদুল ইসলাম পলাশ, সাবেক সদস্য মোঃ হেলাল উদ্দিন, ছাত্রলীগের সাবেক সভাপতি আঃ আলীম, যুবলীগের হুমায়ুন কবির রাজিব, মেহেদী হাসান, ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমু, স্বেচ্ছাসেবক লীগৈর সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, জাতীয় শ্রমিক লীগৈর সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সুরুজ আলী মেম্বার প্রমুখ।