পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে মনোনয়ন দেওয়ার দাবিতে ঈশ্বরদীতে বিশাল মশাল মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার সময় শহরের আলহাজ্ব মোড় থেকে এই বিশাল মশাল মিছিলটি শুরু করেন তারা। সেখান থেকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে পথসমাবেশে রূপ নেয়। এসময় বক্তারা জাকারিয়া পিন্টুকে দলের যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করে তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জোর দাবি জানানো হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা বক্তব্য বলেন, “দলের যোগ্য ও জনপ্রিয় নেতৃত্ব হিসেবে জাকারিয়া পিন্টুই এই আসনের উপযুক্ত প্রার্থী। পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম ফজলুর রহমান বক্তব্য বলেন, আমরা সুখ এবং দুঃখে দিনে যাকে সবসময় পাশে পাই সে মোদের জাকারিয়া পিন্টু ভাই।পথসভায় উপস্থিত ছিলেন, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ, ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, পৌর বিএনপির সাবেক নেতা আমিনুল ইসলাম স্বপন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, আখতারুজ্জামান, আক্কাস মেম্বার, টুটুল সরদার, আবু বকর সিদ্দিক বেল্টু, আবু সাঈদ লিটন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হীরক সরদার, ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু,পৌর ষুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, পৌর যুবদলের সাবেক সভাপতি আক্তার হোসেন নিফা, বিএনপি নেতা খোরশেদ আলম দিপু, বিএনপি নেতা খোরশেদ আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান সোনা মনি, পৌর ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি রিংকু শেখ, পৌর মহিলাদলের নেত্রী শামীমা আক্তার সাথীসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বক্তারা ঘোষণা করেন, জাকারিয়া পিন্টুকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত ৩ নভেম্বর পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই জাকারিয়া পিন্টুর সমর্থকেরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছেন।