বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে কোটি টাকার সার আত্মসাৎ চক্র ধরা, ডিবির অভিযানে আটক ৩ উদ্ধার ২২ লাখ টাকা

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ণ

যশোরের অভয়নগরে প্রতারণার মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান বিএডিসির বিপুল পরিমাণ সার আত্মসাতের অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তিনজনকে আটক করেছে। একই সঙ্গে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২২ লাখ ২৪ হাজার টাকা। আটকরা হলেন সুমন মজুমদার (বরুলিয়া, চাঁদপুর), বাবুল দাস (টাইগারপাস বটতলা, চট্টগ্রাম), মাসুম বিল্লাহ (বন্দর, নারায়ণগঞ্জ)।

তারা তিনজনই বিএডিসির ডিলার প্রতিষ্ঠান আকিজ রিসোর্স লিমিটেডে কর্মরত ছিলেন।

অভয়নগর থানায় প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (স্টোর অ্যান্ড ইনভেন্টরি) ইমরুল কায়েস বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এজাহারে বলা হয়, ৯ থেকে ১০ নভেম্বর পর্যন্ত ৭টি চালানে মোট ৪৮৪০ বস্তা সার (মূল্য ২ কোটি ৫২ লাখ ৮৯ হাজার টাকা) রংপুর, রাজশাহী, নওগাঁ, ফরিদপুর ও রাজবাড়ীর বিভিন্ন গুদামে পাঠানোর কথা ছিল।

কিন্তু ১২ নভেম্বর নির্ধারিত দিনে সারগুলো গন্তব্যে পৌঁছায়নি। পরবর্তীতে ১৬ ও ১৭ নভেম্বর আসামি বাবুল দাস ও পবিত্র কুমার কুণ্ডু প্রতিষ্ঠানকে ই-মেইলে জানায় যে ট্রাকচালকেরা নাকি সার চুরি করে পালিয়েছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাদের অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তারা একেক সময় একেক ধরনের তথ্য দিলে ঘটনা স্পষ্ট হয় না। ঘটনা পুলিশ সুপারকে অবহিত করলে ডিবির একটি দল তদন্তে নেমে মেসার্স বঙ্গ ট্রেডার্সের অফিসে অভিযান চালায়। এসআই বাবলা দাস ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সার চুরির বিষয়টি স্বীকার করেন। পরে আসামি বাবুল দাসের অফিস ডেস্কের ড্রয়ার থেকে ২২ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়, যা সার বিক্রির অর্থ বলে ধারণা করছে পুলিশ। সোমবার বিকেলে আটক তিনজনকে আদালতে নিয়ে গেলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর