নাটোরের গুরুদাসপুর বাধা নিষেধ অমান্য করে সরকারি ও ব্যক্তি মালিকানা জায়গার ওপর জোর করে ক্লাবঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার মশিন্দা শিকারপাড়া নূহুর মোড়ে ওই ক্লাবঘর নির্মাণ করা হচ্ছে বলে ভূমি অফিসসহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ করেছেন মাওলানা নূহু সরদার।
তারমতে, নির্মাণাধীন ক্লাবঘরের দুপাশেই তার জায়গা আছে। তাকে প্রতিবন্ধকতায় ফেলতেই আব্দুল বারী ও আলতাব হোসেন গং তার ও সরকারি জায়গা ঘেঁষে ষড়যন্ত্রমূলকভাবে ওই ঘর নির্মাণ করছেন।
মশিন্দা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা শাকিল হুদা বলেন, অভিযুক্তদের সরকারি পরিত্যক্ত জায়গার ওপর ঘর নির্মাণের প্রস্তুতিকালে মৌখিকভাবে নিষেধ করা হয়েছিল। কিন্তু কিছুদিন বিরত থাকার পর ক্লাবঘর নির্মাণ শুরু করেন তারা। কারো কোনো সমস্যা হবেনা মর্মে লিখিত স্বাক্ষরও দিয়েছেন তারা।
এ ব্যাপারে অভিযুক্ত সাত্তার মন্ডলসহ অনেকেই বলেন- নূহু সরদার প্রায় বিশ বছর আগে ওই একই স্থানে টিনসেডের ক্লাবঘর করেছিলেন জায়গাটি জবরদখল করার জন্য। কিন্তু জনগণ তার অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে তাকে ব্যতিত ক্লাবঘরটি নির্মাণ করায় তার গাত্রদাহ শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ জানান, ওই ক্লাবঘরটির নির্মাণকাজ বন্ধ করে দেয়া হয়েছে।