বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

ই-পেপার

লামায় ডেংগু বিষয়ে পরিচ্ছন্নতা ও সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ণ

বান্দরবানের লামা পৌরসভার ২ নং ওয়ার্ডে লামা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (LDF) এর উদ্যোগে ডেংগু ও পরিচ্ছন্নতা সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর)  সকালে লামা সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন নয়াপাড়া চৌ রাস্তার মোড়ে এ সভায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা এলজিআরডি প্রকৌশলী মোঃ আবু হানিফ, লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল্লাহ প্রমূখ।
এছাড়াও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনগণ এবং তরুণ স্বেচ্ছাসেবকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, ডেংগু মোকাবিলায় সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি, বাড়ির আশপাশ পরিস্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত মশা প্রতিরোধী ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। স্থানীয় জনগণকে নিজ নিজ বাড়ি ও এলাকায় পরিচ্ছন্নতা বজায় রেখে ডেংগু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করেন।
LDF-এর  সবার সহযোগিতায় এ আয়োজনে আমরা বিশ্বাস করি— “সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই পারে ডেংগু প্রতিরোধ করতে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর