শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে ৭ নভেম্বর পালিত গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আটোয়ারীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তিগত কর্মকর্তা’র নেতৃত্বে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন টিম পাবনা-৩ আসনে নির্বাচনী উত্তাপ! স্থানীয় প্রার্থী দাবিতে বিএনপির দুই নেতার যৌথ আন্দোলনের ঘোষণা জারিফ ডায়াগনস্টিক সেন্টারে প্রথম সফল নরমাল ডেলিভারি: মা ও নবজাতক দুজনেই সুস্থ ঝাওয়াইল দাখিল মাদরাসা পরিদর্শনে সভাপতি ডা. মো. রফিকুল ইসলাম নাগরপুরে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত গোপালপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবনে এক ব্যক্তির কারাদণ্ড

উল্লাপাড়ায় রাজপথ দখল করে মিছিল করেছে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মেয়র নজরুল 

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৭:৫৯ অপরাহ্ণ

২৮ অক্টোবর বিএনপি’র মহাসমাবেশের দিনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুরো রাজপথ দখল করে মিছিল ও সমাবেশ করেছে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। শনিবার সকালে মেয়র নজরুল তার সমর্থকদের নিয়ে পৌর শহরে একটি শান্তি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মেয়রের বাসভবনে এসে শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মেয়র নজরুল বলেন, বিএনপি’র মহাসমাবেশ, ছোট সমাবেশ, মাঝারি সমাবেশ এবং তাদের হাঁটা, দৌড় বা বসা সমাবেশ দেখেছি। ভবিষ্যতে হয়তো হামাগুড়ি সমাবেশও দেখতে পাব। এসব সমাবেশের ভয় দেখিয়ে আওয়ামীলীগকে কখনো দুর্বল করা যাবে না। আ’লীগ রাজপথের সংগ্রামী দল। রাজপথ কিভাবে দখলে নিতে হয় আওয়ামীলীগ দলীয় নেতা-কর্মীরা তা জানে।
তিনি আরও বলেন, আমরা রাজপথের দল, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। বিএনপির অপরাজনীতি আ’লীগের কর্মীরা রাজপথ থেকেই মোকাবেলা করবে ইনশাল্লাহ।
সমাবেশে তিনি আরও বলেন, বঙ্গের জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাদের রাজনৈতিক দর্শন শিখিয়েছে, কিভাবে কঠোর পরিশ্রম ও জনগনের ভালোবাসা নিয়ে ছাত্র থেকে ছাত্রলীগ নেতা, ছাত্রলীগ নেতা থেকে কিভাবে যুবলীগ নেতা, যুবলীগ নেতা থেকে কিভাবে আওয়ামীলীগের একজন যোগ্য নেতা হিসেবে গড়ে উঠতে হয়। প্রিয় ভাইয়েরা আগামী জানুয়ারীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের আমি একজন মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পেলে আপনাদের সাথে নিয়ে নির্বাচনে জয়ী হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই।
এ সময় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন পৌর আ’লীগ নেতা আল হেলাল রতন, আ’লীগ নেতা মোঃ জাবেদ আলী, মোঃ ইউসুফ আলী, মোঃ আব্দুল কুদ্দুস, যুবলীগ নেতা মোঃ তোফায়েল ইসলাম বকুল, হোসেন আলী, ছাত্রলীগ নেতা একরামুল হক ও শাওন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর