সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকমরুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক,রাজপথের লড়াকু সৈনিক মাহবুবুল আলম ওসমান (৩৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…..রাজিউন)
সোমবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় পরিবারের লোকজন দ্রুত খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা আড়াইটায় হাটিকুমরুল রোড চৌরাস্তা উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। তার এ অকাল মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম আম্বিয়া জানান,মাহবুবুল আলম ওসমান ছিলেন একজন আপোষহীন, ত্যাগী নেতা। তার বিরুদ্ধে বর্তমান সরকারের দেয়া ১৪ -১৫টি মামলা চলমান আছে।