চলনবিল প্রতিনিধি:
বর্ষার পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চলনবিলের হাটবাজারগুলোতে নৌকা কেনা বেচার হিড়িক পড়ে গেছে। ব্যবসায়িরা জানান, নৌকার তৈরির কাজে ব্যবহার করা হয় শিমুল,বাটুল, আম,জাম,পাইকর, ইউক্যালিপটার কাঠ ছাড়াও প্নেনশীট দিয়ে বিভিন্ন মাপের ডিঙ্গি নৌকা তৈরি করা হয়। এসব নৌকাগুলো বিভিন্ন মূল্যে বিক্রিয় করা হয়। চলনবিলের যেসব এলাকায় এগুলোর বেশি চাহিদা নাটোরের কিছু অংশ,সিরাজগঞ্জের তাড়াশ,উল্লাপাড়া শাহজাদপুর,পাবনার ভাঙ্গুড়া,চাটমোহর,ফরিদপুর।
নৌকাগুলো ব্যবহার করা হয় মাছ ধরা ও ব্যক্তিগত কাজে। সিরাজগঞ্জের তাড়াশের উল্লেখযোগ্য একটি হাট নওগাঁ এই হাটে প্রচুর পরিমানে নৌকা বিক্রিয় হয় বর্ষা মাসে। এ হাটে আশে পাশের উপজেলাগুলো থেকে অনেক ব্যবসায়িরা আসেন এখানে নৌকা ক্রয় বিক্রয়ের জন্য। নৌকা প্রস্তুতকারিরা জানান, বর্ষার মৌসুমে তাদের অন্যতম কাজ হলো নৌকা তৈরা করা, নৌকা তৈরি পাশাপাশি তারা অন্যান্য আসবাবপত্র তৈরি করেন।