নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদী থেকে মা ইলিশ ধরার অপরাধে ১২দিনে সিরাজগঞ্জের চৌহালীতে ৩৫ অভিযান, ৪টি মোবাইল কোর্ট, ০’৯৮ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ ও ১১ জেলেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ১২ অক্টোবর ভোর থেকে ২৩ অক্টোবর ভোর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসানের নেতৃত্বে মৎস্য বিভাগ, থানা পুলিশ ও নৌ-পুলিশের পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃত জেলেরা চৌহালী, নাগরপুর ও দৌলতপুর এলাকার। আটককৃতদের পৃথক পৃথক করে কারাদণ্ড এবং তাদের কাছ থেকে ০.৯৮ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয় ৷ যার মূল্য ১৩.৭২ লক্ষ টাকা ও ৪০ কেজি মা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অফিস বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে মা ইলিশ সংরক্ষণে চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এদের আটক করা হয় ৷ এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে ৩৫ অভিযানে চালিয়ে ১১ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ১১ জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জানান, মা ইলিশ ধরা থেকে বিরত রাখতে মৎস্য জীবীদের মাঝে বিশেষ ভিজিএফ ২৫ কেজি করে ৯৩০ জেলের মধ্যে ২৩.২৫০ মেঃটন চাল বিতরণ করা হয়েছে ! মা ইলিশ সংরক্ষণে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।