সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাতটিকরি মৎস্য আড়ৎ নব উদ্যোমে চালু করার লক্ষ্যে বিভিন্ন মৎস্য চাষী ও পাইকারদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা করা হয়েছে।সাতটিকরি তালতলা নিউ লালনশাহ মৎস্য আড়তের সভাপতি আব্দুল লতিফ লাভলু তালুকদারের সভাপতিত্বে আজ শনিবার বিকেলে মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন এলাকার মৎস্যচাষী ও সিরাজগঞ্জ জেলা সহ পাশ্ববর্তী জেলার পাইকারগণ উপস্থিত ছিলেন।নতুন মৎস্য আড়তের ব্যবসায়ী,পাইকার ও মৎস্য চাষীদের বিভিন্ন সমস্যা,সুযোগ সুবিধা, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়াদি তারা তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সলঙ্গার বিশিষ্ট গুণীজন সাবেক অধ্যাপক মনিরুজ্জামান মাহফুজ,সলঙ্গা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও আড়ৎ পরিচালনা কমিটির উপদেষ্টা মোখলেছুর রহমান তালুকদার,সহ সভাপতি আলহাজ্ব নুর হোসেন ভুলু, সেক্রটারি তরিকুল ইসলাম মানিক,সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,যুগ্ম সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, সলঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম,আরিফ-মরিয়ম জেনারেল হসপিটালের এমডি আরিফুল ইসলাম,কুষ্টিয়ার পাইকার বাহাদুর সেখ,মৎস্য চাষী কৃষিবিদ আলহাজ্ব শামসুল আলম,মাসুদ রানা মন্ডল,আব্দুল মোত্তালেব,বুদ্ধু,মোশারফ,সাধন কুমার,ইসরাফিল,বাবলু সরকার,আকাম উদ্দিন প্রমুখ। মতবিনিময় অনুষ্ঠানে কয়েকশ’ মৎস্যচাষী,পাইকারসহ প্রায় ৭ শতাধীক লোক উপস্থিত ছিলেন।উল্লেখ্য,আগামী কাল রবিবার ভোর ৫ টায় পুরোদমে বেচাকেনার শুভ উদ্বোধন হবে।প্রতিদিন সকাল ১০ টা পর্যন্ত নিয়মিত বেচাকেনা চলবে। তাই মাছচাষী,ব্যবসায়ী ও পাইকারদের যথারিতী উক্ত মৎস্য আড়তে আসার জন্য আড়ৎ কর্তৃপক্ষ সকলকে অনুরোধ জানিয়েছেন। পরে ফিলিস্তিনে ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে মোনাজাত ও সম্মানিত উপস্থিতিদের ভোজের সাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।