মো. আখলাকুজ্জামান গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে করোনাসংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রাণঘাতি ভাইরাসটির প্রভাবে কর্ম হারিয়ে অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করছে মানুষ। এ অবস্থা কিন্ডার গার্টেন স্কুলগুলোর। শিক্ষক কর্মচারীরা পড়েছেন বেকায়দায়।
স্কুল বন্ধ মানেই তাদের আয় রোজগার বন্ধ। প্রায় তিনমাস স্কুল বন্ধ থাকায় বেতন আদায় করতে পারছেন না। মানুষ গড়ার এই কারিগরদের পাশে কেউই দাড়ায়নি। এতদিন কোনোমতে চললেও আর পারছেনা।
গুরুদাসপুর মিলেনিয়াম কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো. শাহাদৎ হোসেন জানান, উপজেলার ২৫টি কিন্ডার গার্টেনের সাথে জড়িত তিন শতাধিক শিক্ষক-কর্মচারী কর্মহীন হয়ে না খেয়ে দিনাতিপাত করছেন। করোনার কারণে বিকল্প আয়ের পথও নেই তাদের। তারা বাঁচতে চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।