নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে পরিবারের সঙ্গে নৌকা ভ্রমণ এসে নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হালতি বিলের খোলাবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শিশু দুইটি হলেন, নাটোরের লালপুর উপজেলার আড়বার গ্রামের আরিফুর ইসলামের ছেলে বড় ছেলে সাদ্দাম আব্দুল্লাহ(১১), ছোট ছেলে আব্দুল রহমান (০৯)।
নলডাঙ্গা ফায়ার স্টেশনে কর্মরত ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ মেহেরুল ইসলাম বলেন, আজ সন্ধ্যায় আনুমানিক ৬:২৮ মিনিটে আমরা হালতি বিলের খোলাবাড়িয়া এলাকায় নৌকা ডুবির ঘটনার খবর পাই তাৎক্ষণিক আমাদের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য নাটোর সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
পরে চিকিৎসারত চিকিৎসক শিশু ২ টির মৃত ঘোষণা করেন।