পাবনার ভাঙ্গুড়ায় পুকুরের পানিতে পড়ে শিমরান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শিমরান ওই গ্রামের সোহেল রানার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শিশুর মা রান্নার কাজে ব্যস্ত ছিল। শিশু শিমরান বাড়ির উঠানে খেলা করছিল দুপুর ১ টার দিকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশে ইউনুছ সরকারের পুকুওে পানিতে শিশু শিমরানকে ভাসতে দেখে তার মা। এ সময় তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার আল আমিন হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটি মারা যায়।