পাবনার চাটমোহরে ২০০ জন প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে মাসকলাই এর বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের চত্বরে মাসকালাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিপ-২ মৌসুমে এ প্রণোদনা বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুমবিল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ডাল ফসল উৎপাদনের যে ঘাটতি রয়েছে তা পূরনের লক্ষ্যে সরকার মাসকালাই ফসলের প্রনোদনা দিচ্ছেন। চলতি মৌসুমে চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের ২০০ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে পটাশ সার দেওয়া হচ্ছে।