মোঃ আমিনুল ইসলাম . উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে শুক্রবার আদালতে চালান দিয়েছে । মডেল থানা সুএে জানা যায় . বিগত প্রায় আড়াই মাস আগের একটি ছিনতাই ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয় । এরা হলো উপজেলার ঘাটিনা গ্রামের মেহেদী হাসান, রাশেদুল ইসলাম , সিদ্দিক ও সলপ ইউনিয়নের মোহাইমিনুল মিঠু। জানা যায় গত ১০ মে উপজেলার মাটিকোড়া গ্রামের ফাকা জায়গায় ব্রীজের উপর একটি এনজিওর অফিসারকে আটকে তার মোটর সাইকেল,মোবাইল সেট , নগদ টাকা ছিনতাই করার চেষ্টা করা হয় ।
এক পর্যায়ে এনজিওর অফিসারকে বিভিন্ন আঘাতে গুরুতরভাবে আহত করা হয়। এ নিয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করা হয় । এ মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানার এস আই মোঃ মোশারফ আহমেদ তথ্য নিশ্চিত করে আরো জানান, এদেরকে গ্রেফতার এবং এনজিওর অফিসারের ছিনতাইকৃত মোবাইল সেটটি উদ্ধার করা হয় । শুক্রবার বিজ্ঞ আদালতে এরা ঘটনার সাথে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।