কে,এম আল আমিন :
শুক্রবার ভোর রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে মারা গেলেন সিরাজগন্জের রায়গঞ্জ উপজেলাধীন সোনাখাড়া ইউপির পুল্লা গ্রামের মাওলা বক্স সরকারের ২য় পূত্র জিল্লুর সরকার ওরফে জেল (৬৪)। ইসলামীক ফাউন্ডেশনের উপজেলা টিম তার জানাজা শেষে নিমগাছি কবরস্থানে আজ শুক্রবার বেলা সাড়ে এগারটায় দাফন করেন। তিনি স্ত্রী, দুই পূত্র, দুই কন্যাসহ বহু আত্মীয় – স্বজন, গুনগ্রাহী রেখে যান।
তার ছোট ভাই নুরুল ইসলাম সরকার বিশিষ্ট ঠিকাদার এবং সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বড় ভাই মোক্তার হোসেন সরকার একজন মুক্তিযোদ্ধা। ; তাদের বাবা মওলা বক্স সরকার ছিলেন নিমগাছি ওয়ার্ড আওয়ামী লীগের আজীবন সভাপতি । এছাড়াও মরহুমের আরেক ছোট ভাই উকিল সরকার বিশিষ্ট শিল্পপতি ও নিমগাছি হাটের বর্তমান ইজারাদার। মরহুম জেল সরকার আমৃত্যু ইউনিয়ন কৃষক লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।