সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অন্তবর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করবে এটাই জনগণের প্রত্যাশা- নূরুল ইসলাম বুলবুল সাতক্ষীরার স্থানীয় ই-কমার্স হাটকরো (hatkoro.com)আনুষ্ঠানিকভাবে শুরু ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের স্বচ্ছতায় শৃঙ্খলা ফিরেছে স্থলবন্দরে, বাড়ছে এক্সপোর্ট ও রাজস্ব সময় টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন নাগরপুরে সাবেক মন্ত্রীর মতবিনিময় সভা ডাঃ মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ  বাগেরহাটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা পিতর দাসের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিক্ষক সোনার মানুষ গড়ার কারিগর -পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৭:৫৯ অপরাহ্ণ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, সোনার মানুষ গড়ার কারিগর আমাদের শিক্ষক।
শনিবার (১২ আগস্ট) বেলা ১১টায় সিংড়া উপজেলার হলরুমে অবসরপ্রাপ্ত শিক্ষকদের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং অসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মাঝে এসএমএস ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, বঙ্গবন্ধু বলেছেন সোনার দেশ গড়তে, সোনার মানুষ চাই। সেই সোনার মানুষ গড়ার কারিগর আমাদের শিক্ষক। বাংলাদেশ স্বাধীন হবার পর বঙ্গবন্ধু সর্বপ্রথম সংবিধানে পাঁচটি মৌলিক চাহিদাকে তিনি সংরক্ষণ করে গেছেন। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। দীর্ঘ পাঁচ দশক পর কিন্তু বঙ্গবন্ধুর সেই দর্শন সারাবিশ্ব আজ অনুসরণ করছে। আজ সারাবিশ্ব এ পাঁচ বিষয়ে কাজ করছেন।
পলক আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষকদের কল্যাণে একাধিক উদ্যোগ হাতে নিয়েছেন। একজন শিক্ষক মোমবাতির মতো। তাঁরা নিজেরা জ্বলে একজন মানুষকে, সমাজকে, দেশকে, বিশ্বকে আলোকিত করে। একটা দেশকে পরিবর্তন করতে হলে তিনজন মানুষই যথেষ্ট প্রয়োজন। বাবা-মা এবং শিক্ষক। বাবা-মা একজন সন্তানকে জন্ম দেয় কিন্তু একজন শিক্ষক গড়ে তুলেন। একজন আর্দশ মানুষ গড়তে একজন শিক্ষকের পরিশ্রম অতুলনীয়।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কনসালটেস্ট (সিনিয়র সহকারী সচিব) এটুআই আল-ইমরান রুহুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর