সুলতান মাহমুদ: বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে শেরপুরে চলছে লকডাউন। এতে কর্মহীন হয়ে পড়েছে হাজারো মানুষ। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠনও খাদ্য সামগ্রী বিতরণ করছে। তারাই ধারাবাহিকতায় শেরপুরে কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা মুরশিদুর রহমানের কর্মহীনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কাজ চলমান রয়েছে।
আজ দুপুরে শেরপুর খোয়ারপাড়,উত্তরা আদর্শ বিদ্যালয় প্রাঙ্গনে ৩ টি ওয়ার্ডের ১৬০ টি অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন , বাংলাদেশ শহর আওয়ামীলীগের সভাপতি এড. কাশেম আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল রহমান আকন্দ, সাবেক মানব উপ-সম্পাদক নাহিদ, সাবেক সহ-সম্পাদক মুন্না, ছাত্রলীগকর্মী হৃদয়, রানা, ভুট্রো, সানি, শাহীন, তুষার এবং যুবলীগকর্মী দুলাল, মান্নান, সোহেল, মামুনসহ শ্রমিকলীগের প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী।
জেলা আওয়ীলীগের অনান্য নেতাকর্মীবৃন্দ। এর আগে ৮শ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।