নাটোরের নলডাঙ্গায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই জন্মবাষির্কী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিবুল হাসান এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুনের সঞ্চলনায় এই সময় উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা কৃষি কর্মকর্তা ফোজিয়া ফেরদৌসী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর আলী, উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার, উপজেলা কৃষি সম্পসারণ অফিসার কিশোয়ার হোসেন সহ সাংবাদিকৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পরে প্রশিক্ষনার্থী ৬ জন মেয়েদের মাঝে ৬ সেলাই মেশিন বিতরণ করা হয়।