নাটোরের নলডাঙ্গা উপজেলায় বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ আগষ্ট) সকালে নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিবুল হাসান এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্পসারণ অফিসার কিশোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর আলী, উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার, উপজেলা একাডেমি সুপারভাইজার আব্দুল্লাহ আনসারি, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান আলী, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধাগণ সহ প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলার নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা পরিষদ একাদশ বনাম উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদ একাদশে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদ একাদশকে ১-০ গোলে পরাজিত করেন উপজেলা পরিষদ একাদশ।
এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ ও বৃক্ষ বিতরণ করা হয়।