মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:০১ অপরাহ্ন

ই-পেপার

ভ্যান থেকে নামিয়ে নারী ইপিজেড কর্মীকে কুপিয়ে হত্যা

সুজন কুমার, নাটোর প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ১০:২৬ অপরাহ্ণ

নাটোরের বড়াইগ্রামে ফারজানা আক্তার প্রিয়া (২২) নামের এক নারী ইপিজেড কর্মীকে ব্যাটারী চালিত অটোভ্যান থেকে নামিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভ্যান চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ধানাইদহ-লক্ষীকোল আঞ্চলিক সড়কের মশিন্দা বিল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নারী উপজেলার মেরিগাছা গ্রামের শহীদুল ইসলামের মেয়ে। তিনি ঈশ্বরদী ইপিজেডে কর্মরত ছিলেন।
আটক ভ্যান চালক বুলবুল (৩০) মেরিগাছা উত্তরপাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে।
নারীর স্বজনরা জানান, রংপুর এলাকার অনি নামে এক যুবকের সঙ্গে প্রিয়ার বিয়ে হয়েছিল। তাদের সংসারে একটি সন্তান রয়েছে। তবে পারিবারিক কলহের কারণে বেশ কিছুদিন থেকে প্রিয়া মেরিগাছা গ্রামের বাবার বাড়িতে থেকে ঈশ্বরদী ইপিজেডে কাজ করতেন। চার দিন আগে তাদের বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে।
তারা আরো জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় কাজ শেষ হলে তিনি ইপিজেড থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত সাড়ে ৮টার দিকে কয়েন বাজারে বাস থেকে নেমে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে মশিন্দা বিলের মাঝখানে চৌরাস্তা এলাকায় পৌছালে কয়েকজন যুবক তাকে জোরপূর্বক ভ্যান থেকে নামিয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশসহ এলাকাবাসী খোঁজাখুঁজির এক পর্যায়ে বিলের একটি পাটের ও ধানের জমির আইলে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডির পৃথক টিম ঘটনা নিয়ে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যেই হত্যার উদঘাটন সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর