নাটোরে ওয়ার্ড যুবলীগ নেতা মিঠুন আলীর ওপর হামলা চালিয়ে কবজি বিচ্ছিন্নের ঘটনায় হওয়া মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তুজা আলী ওরফে বাবলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে নাটোর সদর আমলি আদালতের বিচারক রওশন আলম এই আদেশ দেন।
এদিকে মামলার অন্য আসামিদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ওরফে রমজান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আলী, পৌর যুবলীগের সদস্য সেন্টু আলী ও নাসির উদ্দিনের জামিন মঞ্জুর করেছেন আদালত।নাটোর সদর আমলি আদালত সূত্রে জানা যায়, নাটোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীসহ কয়েকজনকে কুপিয়ে জখম করার মামলায় আসামি শরিফুল ইসলাম, মোর্তুজা আলী, মোস্তাক আলী, সেন্টু আলী ও নাসির উদ্দিন সদর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের পক্ষে জামিনে চেয়ে জ্যেষ্ঠ আইনজীবী শাহজাহান কবীর শুনানি করেন। এ সময় আওয়ামী লীগ–সমর্থিত বিপুলসংখ্যক আইনজীবীও তাঁর সঙ্গে দাঁড়ান।
উল্লেখ্য,২৩ জুলাই রাত সাড়ে ৯টায় শহরের বলারিপাড়া এলাকায় দুর্বৃত্তরা ৩নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীসহ কয়েকজনকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে মিঠুনের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন। এ ঘটনায় তাঁর সহোদর স্বপ্ন বাদশা বাদী হয়ে ৩০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষ থেকে আদালত পুলিশের পরিদর্শক নাসরিন আক্তার জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে মোর্তুজা আলীর জামিনের আবেদন না মঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলম। অন্য আসামিদের পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত অস্থায়ী জামিন মঞ্জুর করেন। আদালতে পুলিশের পরিদর্শক নাসরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেন।