মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

ই-পেপার

গুরুদাসপুরে কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পেল সনদ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১০:৫৭ অপরাহ্ণ

নাটোরের গুরুদাসপুরে বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষাবোর্ডের শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বৃত্তিপ্রাপ্ত ৮৫ জন শিক্ষার্থীর মাঝে ওই সনদ প্রদান করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়।

নর্থবেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির আয়োজনে ও এনবিকেপিএসএস গুরুদাসপুরের সভাপতি এএইচএম একরামুল হকের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এসময় বিশেষ অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তা খ ম জাহাঙ্গীর হোসেন, রাজশাহীর এনবিকেপিএসএস সচিব মো. ইয়াকুব আলী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এনবিকেপিএসএস গুরুদাসপুরের সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমেদ।

জানা যায়, ২০২২ শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া উপজেলার ৮টি কিন্ডারগার্টেন স্কুল থেকে ৮৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন। তাদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পায় ২৯ জন এবং সাধারণ বৃত্তি লাভ করে ৫৬ জন শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর