সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

সিএনজি মটরসাইকেল সংঘর্ষে নিহত১, আহত ৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ৭:০০ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে সিএনজি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। সোমবার সকাল আনুমানিক ১১টায় উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত হুমাইরা খাতুন (৪) জেলার ধামইরহাট উপজেলার চৌঘাট গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। আহতরা হলেন, উপজেলা সদরের লোহাচুড়া গ্রামের সিএনজি চালক লেবু হোসেন (৫০), মোটরসাইকেল চালক মোয়াজ্জেম হোসেন (৫২), গুয়াতা এলাকার মোসারব হোসেন (২৮), কালীগ্রামের সাব্বির (১৬) ও তার মা সালমা (৪৫)।

রাণীনগর থানা সূত্রে জানা যায়, সকালে সিএনজি চালক যাত্রী নিয়ে আবাদপুকুর থেকে রাণীনগর আসছিল। মোটরসাইকেলটিও রাণীনগরের দিকে যাচ্ছিলো। পথে সোনাকানিয়া জোড়া ব্রিজ এলাকায় সিএনজি একটি ব্রিজ দিয়ে এবং মোটরসাইকেল অপর ব্রিজ দিয়ে সড়কে নামার সময় সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি যাত্রী  সহ সড়কের পাশে খাদে পড়ে যায়। আর মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়েন। এতে সিএনজি চালকসহ পাঁচজন ও মোটরসাইকেল চালক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
গুরুত্বর আহত সিএনজি চালক লেবু, যাত্রী হুমাইরা ও মোটরসাইকেল চালক মোয়াজ্জেমকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শিশু হুমাইরা মারা যায়। অবস্থার অবনতি হলে সিএনজি চালক লেবু ও মোটরসাইকেল চালক মোয়াজ্জেমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর