বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন মো. সরফরাজ নেওয়াজ বাবু।
চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ হোসেন মনসুর ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ আব্দস সবুরের নেতৃত্বাধীন এই কমিটির সদস্য হলেন তিনি।
সরফরাজ নেওয়াজ বাবু নাটোরের সিংড়া উপজেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও নাটোর জেলা পরিষদের নির্বাচিত সদস্য।
তার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহজাহান আলী সিংড়া উপজেলা আ’লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১৯৯১ইং, ১৯৯৬ইং ও ২০০১ ইং সালে সংসদ সদস্য প্রার্থী ছিলেন।
নতুন দায়িত্ব প্রাপ্তির ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, কোন প্রকার প্রাপ্তির প্রত্যাশা নিয়ে আওয়ামী লীগের রাজনীতি করিনি। কৈশোর থেকেই বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ-লালন করি। আমার বাবাও দলের জন্য জীবনের শেষ সময় পর্যন্ত কাজ করে গেছে। আমিও জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাবো ইনশাআল্লাহ্।