নাটোরের সিংড়ায় নির্মাণাধীন হাইটেক পার্ক পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) জি এস এম জাফরউল্লাহ্।
শনিবার (১৫ জুলাই) বেলা ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশে শেরকোল ইউনিয়নে নির্মাণাধীন হাইটেক পার্ক পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আবু নাছের ভূঁঞা, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল ইমরান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার প্রমুখ।
বিভাগীয় কমিশনার দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
উল্লেখ্য, এখানে প্রায় ৯ একর জমির ওপর ১৯০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে আইটি/হাইটেক পার্ক, সিনেপ্লেক্স ও ডরমিটরি ভবন, স্টিল কাঠামোর সাততলা ভবন ও খেলার মাঠ নির্মাণাধীন।