পাবনার চাটমোহরে পানিতে ডুবে আশা খাতুন (১০) নামক তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (৯ জুলাই) বিকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের আলহাজ উদ্দিনের দশ বছরের মেয়ে আশা খাতুন পানিতে ডুবে মারা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে সঙ্গীদের সাথে মির্জাপুর গ্রামের ওয়াপদা বাঁধের পূর্ব পাশের একটি পুকুরে গোসল করতে নামে আশা। সাইকেলের টিউব নিয়ে পুকুরে নামলেও অসাবধনতা বশত টিউবটি তার নাগালের বাইরে চলে গেলে সে পানিতে ডুবে যায়। সঙ্গীরা বাড়িতে এসে খবর দিলে আশার স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। থানা সূত্র জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।