নাটোরের নলডাঙ্গায় ধারালো অস্ত্র নিয়ে উপজেলা পরিষদের ভবনের ভেতর ঢুকে ইউএনও’র গাড়িচালক মোঃ রুবেল হোসেনকে ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা পরিষদে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার।
হামলাকারীরা হলেন নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে মোঃ আহসান হাবীব(২৮) সহ তার এক সহযোগী, অপরজনের পরিচয় এখনো পাওয়া যায় নাই।
ইউএনও অফিস ও স্থানীয়রা জানান, রুবেলের ভাই রেন্টিকার ড্রাইভার খোকনের সঙ্গে গাড়ি ভাড়ার টাকা পাওনা নিয়ে আহসান হাবীবের বিরোধ ছিল। এরই জেরে আজ সকালে হাবিব ও তার এক সহযোগী সঙ্গে রুবেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুবেলকে জোর করে মোটরসাইকেলে উঠিয়ে নেওয়ার চেষ্টা করেন আহসান হাবীব ও তার লোকজন। এসময় রুবেল পালিয়ে উপজেলা পরিষদ ভবনের ভেতরে ঢুকে পড়েন। রুবেলের পেছন পেছন আহসান হাবীব ও তার সহযোগী ধারালো অস্ত্র চাইনিজ কুড়ার ও রামদা নিয়ে উপজেলা পরিষদের ভেতর প্রবেশ করে। রুবেল ১ তলা থেকে দৌড় দিয়ে ৩ তলা ইউএনও’র রুমে আশ্রয় নিলে এবং রুবেল এর ডাকচিৎকারে আনসার সদস্য এগিয়ে গেলে অস্ত্রধারী সন্ত্রাসীরা ঘটনা স্থল থেকে চলে যায়।
এ ব্যাপারে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজিনা আক্তার বলেন, এ বিষয়ে জেলা প্রশাসক স্যার কে জানানো হয়েছে। এ ঘটনায় নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।
নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) আকবর আলী বলেন, এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখিত অভিযোগ দিয়েছে। আমরা ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ঘটনায় অভিযুক্ত উপজেলা যুবলীগ নেতা আহসান হাবিবের সাথে মোবাইলে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।