নাটোরের বাগাতিপাড়ায় ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল ১০টার দিকে নিজ কক্ষে গলায় ওড়না পেচানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত স্কুল ছাত্রী উপজেলার মিশ্রিপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে তন্নী খাতুন। সে মিশ্রিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সূত্রে জানা গেছে, গত রাত (বৃহস্পতিবার) ১০টার দিকে খাওয়া শেষ করে ঘুমাতে যায় তন্নী। পরদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে দেখে প্রতিবেশীদের সহায়তায় তার ক¶ের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করলে তাকে গলায় ওড়না পেচানো অবস্থায় ফ্যানের সাথে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে মেয়েটির মৃতদেহ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।