বিভিন্ন কমসূচির মধ্যে দিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলা ছাত্র কল্যাণ সংস্থার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) বিকেল ৪ ঘটিকায় উপজেলার ছাতারভাগ স্কুল এন্ড কলেজ রুমে নলডাঙ্গা উপজেলা ছাত্র কল্যাণ সংস্থার আয়োজনে র্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নলডাঙ্গা উপজেলা ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ূন রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ছাতারভাগ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আতাউর রহমান, ৮নং ওয়ার্ড কমিশনার ও নলডাঙ্গা বিএম কলেজের প্রভাষক মাহামুদুর হাসান মুক্তা, স্থানীয় ডাক্তার সাজেদুল রহমান মন্ডল ও ছাত্র কল্যাণ সংস্থার সদস্যগণ সহ প্রমূখ ।