নাটোরের সিংড়ায় অগ্নিকান্ড ও দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) বিকেল ৪টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এসব বিতরণ করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা আ’লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার প্রমুখ।
৩৬টি অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত ১ বান্ডেল টিন ও ৩ হাজার, ৬৪টি পরিবারকে ২ বান্ডেল টিন ও ৬ হাজার করে টাকা।