নাটোরের বড়াইগ্রামে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধীর পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণে বাধা দেওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে। ঘন্টাব্যাপি এই অবরোধে সড়কের উভয় পাশে প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়কের ভবানীপুর কৃষি খামার এলাকায় এ ঘটনা ঘটে।বড়াইগ্রাম থানা পুলিশের সহযোগীতায় অবরোধ তুলে নেয়া হয়।
বিদ্যালয়ের পরিচালক শরিফুল ইসলাম মানিক বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবন্ধী বিদ্যালয় আমরা কয়েকজন সেচ্ছাসেবী মিলে প্রতিষ্ঠা করেছি। সেটি এখন অস্থায়ী কার্যালয়ে পরিচালিত করা হচ্ছে। আমাদের বিদ্যালয়ের কোন জায়গা না থাকায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বিদ্যালয়েল পক্ষ থেকে প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের জন্য নর্থ বেঙ্গল সুগার মিল লিঃ এর ভবানীপুর কৃষি খামারের একটি জায়গাতে অনুষ্ঠানের জন্য মৌখিত অনুমতি নিয়ে রোববার সন্ধায় মঞ্চ তৈরী করেছিলাম। সকাল বেলা খামার কর্তৃপক্ষ এসে জোড় পুর্বক ভেঙ্গে দিয়েছে। আমরা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি।
মামুন চৌধুরী নামের সেচ্চাসেবক বলেন, খামার কর্তৃপক্ষ কেন মৌখিত অনুমতি দিল। আবার তারা ভেঙ্গে দিল। আমাদের জানালে আমরা নিজেরাই বন্ধ করে দিতাম।
আব্দুল্লাহ নামের এক প্রত্যক্ষ দর্শী বলেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখি খামার কর্তৃপক্ষ মঞ্চ ভেঙ্গে দিচ্ছে।
নর্থ বেঙ্গল সুগার মিল লিঃ এর ভবানীপুর কৃষি খামারের ইনচার্জ মাহবুুবুল ইসলাম বলেন, খামারের জায়গাতে অনুষ্ঠান করার জন্য আমার কাছে আবেদন করে। আমি বলেছিলাম উর্ধোতন কর্তৃপক্ষের সাথে কথা বলে জানানো হবে। কিন্তু উর্ধোতন কর্তৃপক্ষ আমাকে নিষেধ করে। তারা জোড় পূর্বক করতে চাইলে আমরা গিয়ে খুটির বাঁশ তুলে তাদেরকে দিয়ে দিয়েছি।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, খবর পেয়ে রাস্তা থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।