নাটোরের বড়াইগ্রামে শ্রমিক সংকট নিরসনে কৃষি যান্ত্রিকীকরণ করার জন্য উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বড়াইগ্রাম এই কর্মসূচীর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বোরহান উদ্দিন মিঠু এই উপকরণ বিতরণ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হযরত আলী, রসুল আশরাফী, বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম প্রমূখ।
কৃষিবিদ শারমিন সুলতানা বলেন, দেড়শো বিঘা জমিতে এই প্রযুক্তি ব্যবহারের নমুনা তৈরীর জন্য ৮০ জন কৃষকের মাঝে পাঁচশত কেজি বীজ, চারা তৈরীর জন্য চার হাজার ৫০০টি ট্রে, তিন হাজার পাঁচশত কেজি ইউরিয়া, এক হাজার তিনশত কেজি ডিএপি, তিন হাজার সাতশত কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এতে কৃষক ধান রোপন থেকে কাটা পর্যন্ত সবকিছু প্রযুক্তির মাধ্যমে করবে।