নাটোরের সিংড়া উপজেলার ৩৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৫৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি, ১৫ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও ১৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৫ জুন) দুপুর ১২টায় সিংড়াস্থ বাসভবনে এসব বিতরণ করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি। এসময় স্বেচ্ছাধীন তহবিল থেকে ১৭টি প্রতিষ্ঠান ও ৯৯জন ব্যক্তির মাঝে ৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী পলক।
সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এড. শেখ মো. ওহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, সহকারি শিক্ষা কর্মকর্তা আবুরুশত মতিন প্রমুখ।