বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

নলডাঙ্গায় ৬০০ প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৪ জুন, ২০২৩, ৪:৫৯ অপরাহ্ণ

নাটোরের নলডাঙ্গায় ২০২২-২৩ অর্থ বছরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রোপা আমন প্রণোদনা কর্মসূচির আওতায় ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ, পেঁয়াজের বীজ ও রাসায়ানিক সার সহ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
শনিবার (২৪ জুন) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর যৌথ আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এসব কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান ও সঞ্চালনায় করেন উপজেলা কৃষি সম্পসারণ অফিসার কিশোয়ার হোসেন।
শুভ উদ্বোধন করেন,  নাটোর  সদর ও নলডাঙ্গা উপজেলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এমপির একান্ত সচিব আকরাম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিরিন আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা কৃষি অফিসার ফোজিয়া ফেরদৌসী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, সহ-সভাপতি আমিনুল ইসলাম হাদু সহ প্রমূখ।
উপজেলা কৃষি সম্পসারণ অফিসার কিশোয়ার হোসেন বলেন, ৪০০ জনকে কৃষককে রোপা আমন ধানের বীজ ০৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, রোপা আমন (হাইব্রিড) ধানের বীজ ১০০ জনকে ২ কেজি, গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনা ১০০ জনকে বীজ ১কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ২০ কেজি, লাইলন সুতলী, পলিথিন ১৭ পাউন্ড,  বালাই নাশক ২০০ টাকা, বাঁশ বাবদ ৮০০ টাকা, সেচ বাবদ ৫০০ টাকা, শ্রমিক বাবদ ১৫০০ মোট ২৮০০ টাকা। মোট ৬০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন প্রণোদনা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর