সিরাজগঞ্জের নলকায় বাসচাপায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার নলকা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এ,এস,এম বদরুল কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৮ টার দিকে নলকা ব্রীজ ফুলজোড় ডিগ্রি কলেজের সামনে যাত্রীবাহী বাস একটি অটোরিক্সাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সার তিন যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যায়। পুলিশ সিএনজিচালিত অটোরিকশা ও বাস জব্দ করেছে।
নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার গজাইল গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী চানবানু (৫০) এবং সদর উপজেলার ফজল খান রোডের বাসিন্দা রিপন সেখের সাত মাস বয়সী ছেলে নিহান ও স্ত্রী ডলি খাতুন (২৫)।