নাটোরের সিংড়ায় হিলফুল ফুযুল এর কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃস্পতিবার (১৫ জুন) দুপুরে সিংড়া প্রেসক্লাব কমপ্লেক্স ভবনে এক মতবিনিময় সভার পরে তিন বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়।
এতে পুনরায় সভাপতি নির্বাচিত হন সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুফতি জাকারিয়া মাসউদ।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মাওলানা আতিকুর রহমান সাদী, মাওলানা ওমর ফারুক, মাওলানা আসাদুল্লাহ, মোঃ সৌরভ সোহরাব,
যুগ্ম সম্পাদক হাফেজ মাওলানা আল-আমিন, মোঃ আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ হাফেজ জসিম উদ্দিন জনি, দপ্তর সম্পাদক হাফেজ ওমর ফারুক প্রশিক্ষক সম্পাদক মুফতি রুহুল আমিন প্রমুখ।
এছাড়া সিংড়া পৌর কমিটিতে সভাপতি নির্বাচিত হন হাফেজ সালাহ উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক মাওলানা মো. হুজায়ফা।
উল্লেখ্য, ২০২০ সালের ৭ মে এ সংগঠন যাত্রা শুরু করে।