সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাবুলী দহ গ্রামে রবিবার রাত ২টায় মোঃ মজিবর রহমানের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে বাড়ীর সামনে ৪টি খরকুটের পালা পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
এলাকা সুত্রে জানা যায়, মজিবরের বাড়ীতে রাত ২ টার সময় পরিকল্পিতভাবে পালায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
মজিবর ও তার ছেলে আল আমিন হোসেন জানায়, রাতে আগুন দেখে তারাতারি উঠে পালার সামনে গিয়ে দেখি আমাদের গ্রামের মিজান নামে ছেলেটি আমাকে দেখে পালিয়ে যায়। এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে মিজান। কারণ তাদের সাথে আমাদের সর্ম্পক ভালো না। মিজানের নামে মামলা রয়েছে। আগুন নেভানো জন্য রাতে মসজিদের মাইক দিয়ে গ্রামের লোকজনকে ডেকে নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। আগুন নেভানোর ব্যস্ততার সময় বাড়ীর ভিতরে একটি ঘরে ৫০ হাজার টাকা ও স্বর্ণ চুরি হয়েছে।