টাঙ্গাইলের গোপালপুরে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের শাপলাবাড়ি গ্রামের একটি পুকুরে হাফিজউদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি পুকুরে গোসল করতে গিয়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
এলাকাবাসীর সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল ১১ টার দিকে শাপলা বাড়ি গ্রামের মো. আজহার মাস্টারের ছেলে মো. হাফিজ উদ্দিন পুকুরে গোসল করতে নামে পরবর্তীতে আর পুকুর থেকে উঠে আসেনি। এলাকাবাসী ও তার আত্মীয়-স্বজন পুকুরে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে, গোপালপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। গোপালপুর ফায়ার সার্ভিস এসে পুকুরে অনেক গভীরতা থাকায় ও তাদের ডুবুরি দল না থাকায়, টাংগাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ২ ঘন্টার চেষ্টায় বৃদ্ধার লাশটি উদ্ধার করে।
গোপালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই আমাদের ফায়ার সার্ভিস টিম চলে যায়, আমাদের ডুবুরিদল না থাকায় টাঙ্গাইল থেকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে বৃদ্ধার লাশটি উদ্ধার করে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন জানান এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ আসেনি, লিখিত অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।