কে,এম আল আমিন :
এখন চলছে বর্ষার ভরা মৌসুম। খাল,বিল,নদী-নালা পানিতে ভরপুর। অনেক স্থানে মেঠো পথও পানির নিচে। বর্ষা মৌসুমে চলাচলের একমাত্র বাহন ডিঙি নৌকা। সেই চাহিদা মেটাতে ডিঙি নৌকা তৈরী আর বিক্রি করতে ব্যস্ত সিরাজগন্জের সলঙ্গা বাজারের মিস্ত্রিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে পাশ্ববর্তী জেলার ধুনট,সারিয়াকান্দি,কাছিকাটা,চাচকৈড়,বেড়ার নৌকা ব্যবসায়ীরা পাইকারী দামে কিনে নিয়ে যাচ্ছে এ সব নৌকা। সলঙ্গা বাজারে প্রায় ২০ টি কারখানায় চলছে নৌকা তৈরীর কাজ।
সকাল হতে সন্ধ্যা পর্যন্ত যেন কারিগরদের দম ফেলার সময় নেই। উল্লাপাড়ার মোহনপুর গ্রামের বেল্লাল,ধরাইল বাজারের হাসেন এসেছেন নৌকা কিনতে। তারা বলেন,বর্ষায় এলাকা ডুবে যাওয়ায় মাছ ধরার জন্য এ সব ডিঙি নৌকা নিচ্ছি। নৌকা কিনতে আসা তাড়াশের খালকুলা বাজারের জসমত আলী,কামারসন গ্রামের ফজর আলী জানান,বর্ষাকালে হাতে তেমন কাজ থাকে না,বর্তমানে চলনবিলে শুধু পানি আর পানি। তাই ডিঙি নৌকা কিনে মাছ ধরে বাড়তি আয় করতেই সলঙ্গায় ডিঙি নৌকা কিনতে আসছি। নৌকার মিস্ত্রিরা জানান,কাঠের উপর ভিত্তি করে ১৫ শ হতে ৩-৪ হাজার টাকা পর্যন্ত ডিঙি নৌকা বিক্রি হচ্ছে।
অন্যান্য বছরের তুলনায় এবার নৌকার দাম বৃদ্ধি প্রসঙ্গে ব্যবসায়ী ও বিক্রেতারা জানান, কাঠ মিস্ত্রিদের মজুরী আর কাঠের দাম বেড়ে যাওয়ায় এবারে নৌকার দাম একটু বেড়েছে। কাঠ ব্যবসায়ী ও আড়ৎদাররা বলেন,কয়েক বছর ধরে নৌকার ব্যবসা ভালো না হলেও এবারের বর্ষায় বিক্রি ভালো হচ্ছে। পানি বাড়ার সাথে সাথে নৌকার কদরও বাড়ছে।