নাটোরের নলডাঙ্গায় সদ্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার মোঃ রাকিবুল হাসান।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার এর কার্যলায় চলনবিলের আলো, সাপ্তাহিক পিন্ট পত্রিকার নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি ও স্থানীয় অনলাইন পোর্টাল নলডাঙ্গা বার্তা’র প্রকাশক ও বার্তা সম্পাদক জামিল হায়দার জনি, দৈনিক উত্তর বঙ্গবার্তার নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি আল আমিন ইসলাম সহ প্রমূখ সৌজন্যে সাক্ষাৎ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার রাকিবুল হাসান জানান, গত রবিবার (২১ মে) সকাল ১০ ঘটিকায় নলডাঙ্গা উপজেলা ভূমি অফিসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার পদে দায়িত্ব গ্রহন করেন।